বাংলাদেশিদের সুখবর ৮২হাজার শ্রমিক নিবে ইতালি
জাহিদুল ইসলাম ষ্টাফ রিপোর্টার ঢাকা অফিস :বাংলাদেশ থেকে ৮২হাজার শ্রমিক নিবে ইতালি সরকার।সম্প্রতি ইতালির প্রধান মন্ত্রীর একান্ত সচিব আলফ্রেদো মালতোবানো বিষয়টি তুলে ধরে এক বিবৃতিতে এ কথা তুলে ধরেন।কয়েক দিনের মধ্যে একথা চুরান্ত গেজেটের মাধ্যমে প্রকাশিত হবে।
ইতালির সরকার এ সিদ্ধান্ত কে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।