728 x 90
728 x 90
728 x 90
Advertisement
create a new WordPress Website

স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ভিভো

স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ভিভো

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে অবস্থান করছে ভিভো। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অন্যান্য ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভিভো।

প্রেস বিজ্ঞপ্তি,  ঢাকা, আগস্ট ১৭,

২০২১:চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে অবস্থান করছে ভিভো।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অন্যান্য ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভিভো।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন থেকে এতথ্য জানাযায়।বছরের প্রথম প্রান্তিকেও দেশটির স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ছিলো ভিভো।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে-জুন; এ তিন মাসের হিসাবে চীনের স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান অর্জন করেছে ভিভো।কেবল চীন নয়, বৈশ্বিক স্মার্টফোন বাজারেও অবস্থান দৃঢ় করছে বহুজাতিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান।ইতি মধ্যেই ৫০ টিরও বেশি দেশে পৌঁছে গেছে ভিভো’র স্মার্টফোন।

ওই প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে চীনের স্মার্টফোন বাজারের ২৩ দশমিক ৫ শতাংশই ভিভো’র দখলে, যা গতবছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ১৭ শতাংশ। অর্থাৎ বর্তমানে চীনের বাজারে প্রতি চারটি স্মার্টফোনের একটি ভিভো।

আইডিসির এই প্রতিবেদনটি প্রকাশিত হয় গত ২৮ জুলাই। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠান জানায়, চীনের বাজারে ভিভো’র এক বছরের প্রবৃদ্ধির হার ২৩ দশমিক ৬ শতাংশ। বৈশ্বিক মহামারিতেও স্মার্টফোন বাজারে ভিভো ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। বাজেট ফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ ফোন, সব ধরনের মূল্য কাঠামোর স্মার্টফোন বাজারে এনে গ্রাহকের সন্তুষ্টিও অর্জন করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের বাজারে আসাভিভোভি এবংওয়াই সিরিজের স্মার্টফোনগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে।এরমধ্যে ভিভোভি ২১ বেশজনপ্রিয়তা পেয়েছে এর নাইটসেলফি প্রযুক্তির জন্য। এছাড়া, সার্বিকভাবে সেরাপারফরম্যান্সের পাশাপাশি বাজেট  স্মার্টফোন হওয়ায় জনপ্রিয়তা পেয়েছে ভিভো’র তারুণ্য নির্ভর ওয়াইসিরিজ।শক্তিশালীব্যাটারি এবং অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তির সাথে সাথে বাজেট ফোন হওয়ায় ভিভো’রঅধিক বিক্রিত স্মার্টফোন ওয়াইসিরিজ।

ভিভো জানায়, চলতি বছর বহুল পরিমাণে বিক্রিত ভিভো স্মার্টফোন গুলোর মধ্যে রয়েছে ভিভোভি ২১, ভি ২১ই, ওয়াই  ১২এস, ওয়াই১ এস, ওয়াই ২০জি এবং ওয়াই৫১।

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

ক্যালেন্ডার

September 2021
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930