পলাশবাড়ীতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ত্তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা টাউনহল রুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান ,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম, আনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ আনিছুর রহমানসহ অন্যান্যরা। এ বছর ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ষ্টল গুলো ঘুড়ে ঘুড়ে দেখেন এবং শিক্ষার্থীদের নিকট উদ্ভাবণী বিষয় গুলো নিয়ে আলোচনা করেন