মোঃ সৌরভ হোসেন
হোও আগুয়ান
হে তরুন তুমি
এগিয়ে যাও মানুষের সেবায়।
সেথায় যে রয়েছে সুখ
তাঁ পাবে আর গেলে কোথায়?
ফিরে এসো অহংকার থেকে,
বিলিয়ে দাও তোঁমার মন।
এগিয়ে চলো ভালোবাসা নিয়ে,
হবে তুমি সবার প্রিয়জন।
হোও আগুয়ান
হে তরুণ তুমি
মানুষের সেবায়,
নিয়োজিত করো তোমার মন।
হাত বাড়িয়ে দেখো একবার,
মনে হবে সবাই তোঁমার আপন।
এগিয়ে চলো সামনের দিকে
কর সব বাধাকে জয়।
দেখিয়ে দাও সবাইকে
তোমার মানবতার পরিচয়।
হোও আগুয়ান
হে তরুণ তুমি
হারিও না কখনও আত্নবিশ্বাস
সংকল্প করো হবো আমি
শত মানুষের একটা আশ্বাস।
হারাবে না ধৈর্য,
পিছিয়ে যাবে না কখনও
দৃঢ় প্রতিজ্ঞা করো আজ।
সুন্দর করে তুলবে
আমাদের চারিপাশকে
সুন্দর করবে এই সমাজ।