হারিয়ে যাওয়া দিন গুলো
অর্পন ঠাকুরঃআজো মনে পরে সেই তোমার দীঘল ঘন কুন্তল কবরী হতে একটি লাল ডগডগে কুসুম বাঁকানো হস্ত রেখার আঙ্গুল দিয়ে আলতো করে উপ্রে ছিলাম।
বক্ষ্য মাঝে কমল হৃৎপিণ্ডে শীতল অনিল সজোরে ঘনীভূত হয় তখনি সেই সব শুদ্ধ পবিত্র দিন গুলোর কথা স্মরণ হয়।
মনে লাগে সেই আবেগ পূর্ণ প্রেম রসাল পরিস্ফুটিত বিস্তর হাজারো অঘ্রাণ কৃতী।
ফিরে না পাওয়ার দিনটি ছিল এক পশ্চিম দিগন্ত হতে রক্তের তীর্যক ঝলমলে গোধূলি বেলা। সেই বেলায় কত শিখন্ডী পেখম মেলিয়ে উল্লাস করে নব প্রেমকে আহূতি জানাতে বেশ ব্যস্ত ছিল। আবার মধুকর গুলো গুন গুন শব্দে আহ্লাদে পুষ্পে মুধু আহরনে ঝাঁক দিয়ে সেই যে মগ ডালে এক সঙ্গে বসেছিল।
পাশ দিয়ে চলে যাওয়া সেই নীলাম্বু হিল্লোল লাল রঙের বিভাকর টলমল করেছিল।
সেই সব স্মৃতি আজ বড্ড মনকে বিচলিত রাখছে।
এভাবে সব ফেলিয়া গেলা তবে
কোন ভবদেশের সন্ধানে
বুঝতে পারলে না আমায়
রাখলে না হৃদয় বন্ধনে।