হতাশ হইওনা
মোঃ রাকিবুল হাসান (ইস্তিয়াক)
জীবনে যতই বাধা আসুক; কখনাে হতাশ হইওনা। সর্বদা এগিয়ে চলাে, তােমার সাফল্যের চাবিতালা খুলতে। স্বামী বিবেকানন্দের বাণী কে বুকে নিয়ে- প্রজ্বলিত করাে তােমার হৃদয়ের প্রদীপশিখা। থেমে থেকো না, হতাশ হইওনা; কর্মকে সঙ্গী করে, সম্মুখে অগ্রসর হও তােমার লক্ষ্য পূরণে। ঈর্ষা ও অহংকার কে ত্যাগ করে- পাড়ি দাও সাফল্যের দেশে। সুখ-দুঃখ তাে চিরন্তন সত্য, তা তাে থাকবেই; তবুও, হাজারাে দুঃখের মাঝখান থেকে- সুখপরি কে নিজেকেই খুঁজে নিতে হবে। তাই তাে বলি, বুকে ইচ্ছা শক্তিকে- সঙ্গী করে সামনে এগিয়ে চলাে; কখনােও হতাশ হইও না।