বিশ্ব ইসতেমা নিয়ে সচেতন মূলক কথা বলার আহবান
জাহিদুল ইসলাম ষ্টাফ রিপোর্টার ঢাকা অফিস :বিশ্ব ইজতেমা নিয়ে মসজিদ গুলো খুতবা অপপ্রচার ও উস্কানি মূল কথা বলা না হয় সে দিকে লক্ষ রাখতে বলছে। ইসলামিক ফান্ডেশনে পক্ষ থেকে আজ মঙ্গলবার প্রেস ব্রিফিং এ তথ্য যানানো হয়।আগামী ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্ব শুরু ২০-২২ জানুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমা ২০২৩সালে শুরু হতে যাচ্ছে।
বিগত দুই বছর মহামারি করোনার কারনের জন্য অনুষ্ঠিত হয়নি।
ইসলামিক ফান্ডিশনে এক প্রেস ব্রিফিং এ পক্ষ থেকে বলা হচ্ছে সম্মানিত মসজিদের কমিটি খতিব,ইমাম,ইসলামিক ফান্ডেশনের মাঠ পর্যায়
কর্মকর্তা,ও শিক্ষক কর্মীদের এ বিষয়ে সচেতনমূলক আলোচনা করার জন্য অনুরোধ করা হল।