728 x 90
728 x 90
728 x 90
Advertisement
create a new WordPress Website

বগুড়ায় ঘরে আটকে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস !

বগুড়ায় ঘরে আটকে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস !

আটকে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস !

রিপন বগুড়া: বগুড়ার সদর উপজেলার ঘরে আটকে পড়া দেড় বছর বয়সী এক মেয়ে শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনী। মঙ্গলবার (১৮মে) বিকেলে সদরের জামিলনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর নাম রুমাইয়া খাতুন। তার বাবার নাম মোঃ শরীফুল ইসলাম। স্থানীয়রা জানান, রুমাইয়ার বাবা-মা তাকে ঘরে ঘুমিয়ে রেখে পাশের ঘরে ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে শিশুটি খেলতে খেলতে তার ঘরের দরজার ছিটকিনি আটকিয়ে ফেলে।পরে ঘর থেকে বের হতে না পেরে কান্নাকাটি করা শুরু করে

banglarbijoy.com 1 11.jpg logo 11  রুমাইয়া। এ অবস্থায় তার বাবা-মা কিছু কী করবে বুঝে উঠতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হয়। অল্প সময়ের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাকে উদ্ধার করে। বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আমরা এক থেকে দুই মিনিটের মধ্যেই দরজার লক (ছিটকিনি) ভেঙে তাকে উদ্ধার করি।।

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

ক্যালেন্ডার

June 2021
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930