ঈদযাত্রার শেষ মুহূর্তে দেশের অধিকাংশ মহাসড়কে গাড়ির চাপ বারতে শুরু করেছে।
৮ জুলাই (শুক্রবার) ভোর থেকে ঈদযাত্রার শেষ মুহূর্তে দেশের অধিকাংশ মহাসড়কে গাড়ির চাপ বারতে শুরু করেছে। এতে করে ঘরমুখো যাত্রীরাদের যানজটের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।
সাভারের নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল রাত থেকেই তৈরি হয় তীব্র যানজট। থেমে থেমে চলছে অধিকাংশ যানবাহন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে চান্দনা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কেরও একই চিত্র দেখা দিয়েছে,ধীর গতিতে চলছে গাড়িগুলো।
অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও কালিয়াকৈরে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন গুলো। তবে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে পারাপারের জন্য গাড়ির তেমন চাপ নেই। ফেরি অথবা লঞ্চে করে নদী পার হচ্ছেন বিপুল সংখ্যক ঘরমুখো মানুষ।
এ ছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে সেতু পশ্চিম গোল চত্বর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলাচল করছে। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে তাদেরকে দুই থেকে তিন গুন বেশি সময় লেগে যাচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশ্বে বাস ও পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।