728 x 90
728 x 90
728 x 90
Advertisement
create a new WordPress Website

শিবগঞ্জে পেঁপে চুরির অপরাধে শিশুকে গাছের সাঁথে বেঁধে মারপিট, থানায় অভিযোগ

শিবগঞ্জে পেঁপে চুরির অপরাধে শিশুকে গাছের সাঁথে বেঁধে মারপিট, থানায় অভিযোগ

শিবগঞ্জে পেঁপে চুরির অপরাধে শিশুকে গাছের সাঁথে বেঁধে মারপিট, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝপাড়া ফুলতলা গ্রামে মিথ্যা পেঁপে চুরির অপরাধে ১০ বছরের শিশুকে গাছের সাথে আটকিয়ে রেখে মারপিট, থানায় অভিযোগ। শিবগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ১১ ই সেপ্টেম্বর রাত অনুমান ৮ টা ১৫ মিঃ মাঝপাড়া ফুলতলা গ্রামের দুলু মিয়ার শিশু পুত্র আলী হাসান (১০) প্রতি সমযের ন্যায় নামাজ পড়ার জন্য তার সমবযসী আর একজনকে ডাকার জন্য বের হলে পূর্ব পরিকল্পিত ভাবে তারি প্রতিবেশী একই গ্রামের মৃত মকবুল প্রাং এর পুত্র জহুরুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম তার মুখ চেপে ধরে বাড়ীর মধ্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে আলী হাসান প্রাণ ভয়ে একটি সাজনার গাছ চেপে ধরে চিৎকার করে কান্না করলে তার পিতামাতা ও প্রতিবেশী এগিয়ে এসে দেখতে পায় তাদের সন্তানকে জহুরুল ও তার স্ত্রী মারপিট করে গাছের সাথে আটকিয়ে রেখেছে। তাকে ছেড়ে দিতে বললে তখনও তারা তাকে ছেড়ে না দিয়ে তার দুহাত টানা হেচড়া করতে থাকে। পরবর্তীতে গ্রামের আরও লোকজন এগিয়ে এলে তারা তাকে ছেড়ে দেয়। এব্যাপারে গ্রামের রাজা মিয়া, চায়না ও নাজমার সাথে কথা বললে তারা ঘটনার সত্যতা স্ব চক্ষে দেখেছে বলে সাংবাদিকদের জানান। আলী হাসানের পিতা ন্যায় বিচার পাওয়ার আশায় তার সন্তানকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে ঘটনার সাথে জড়িত জহুরুল ও তার স্ত্রীকে বিবাদী করে থানায় অভিযোগে দায়ের করে। এ ব্যাপারে জহুরুলের সাথে কথা বললে তিনি জানান আলী হাসান আমার গাছের পেপে কেন পেরেছে, এটুকুই বলেছি, তাকে মারপিট বা গাছের সাথে বেঁধে রাখিনি। ভুক্তভোগী মহল বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

এই নিউজটি শেয়ার করুন। 

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

ক্যালেন্ডার

December 2022
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

এই নিউজটি শেয়ার করুন। 

বাংলা বাংলা English English