৭৬২ জনকে চাকরি দেবে বাংলাদেশ রেলওয়ে
জাহিদুল ইসলামঃ বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে ৭৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ডিসেম্বর পযন্ত আবেদন করতে পারবেন। পদের নাম : পয়েন্টেসম্যান পদসংখ্যা : ৭৬২ জন শিক্ষাগত যোগ্যতা: এইচ এসসি/ সমমান শারীরিক যোগ্যতা : সুঠাম দেহের অধিকারী বেতন : ৮,৮০০ -২১,৩১০ টাকা চাকরির ধরন : স্হায়ী প্রর্থীর ধরন : নারী / পুরুষ বয়স : ১৮ -৩০ বছর।বিশেষ ক্ষেত্রে ৩২ বছর কর্মস্হল : যে কোন স্হান আবেদনের নিয়ম : আগ্রহীরা br.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের শ্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি : টেলিটক প্রি -পেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা ৭২ ঘন্টার মাধ্যমে পাঠাতে হবে। যারা আবেদন করবেন : পাবনা ও লালমনিরহাট ছাড়া সব জেলার প্রাথী। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও পোষ্য কোটার সব জেলার প্রাথী। আবেদনের শেষ সময় : ২৮ ডিসেম্বর ২০২১ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন ।