হারিয়ে যাচ্ছে গরুর হাল চাষ
আজাদুর রহমানঃ গরু দিয়ে হাল চাষ এর প্রচলন থাকলেও যান্ত্রিক সুবিধা গরুর হালচাষে পেছনে ফেলে যাত্রা শুরু করেছে। বর্তমানে প্রতিটি এলাকায় পাশাপাশি প্রত্যান্ত গ্রাম অঞ্চলের যান্ত্রিক সুবিধা যাবার কারণে প্রায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল চাষ যা আগে ব্যাপক প্রচলন ছিল। যান্ত্রিক পরিবর্তনের পাশাপাশি জীবনযাত্রার মানেরো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বগুড়া গাবতলী জয়ভোগা গ্রামের এক চাষী জানান, সে প্রায় চল্লিশ বছর ধরে হাল চাষ করেন দুইটা গরুর মাধ্যমে তার প্রতিদিন ৬০০-৭০০ টাকা ইনকাম হয় কিন্তু যখন হাল চাষ বন্ধ হয় তখন তিনি স্থাপনা নির্মাণ কাজ করেন। এদিকে প্রতিদিন ৩৫০-৪০০ টাকা পান। এই হাল চাষ তাদের বংশের পূর্ববর্তী পুরুষরাও করেছে। তাই তিনি গরুর হালচাষ টিকিয়ে রাখতে চান। তবে আধুনিকতায় সবকিছুর যেমন পরিবর্তন করেছে তিনিও চান তার ছেলেমেয়েরা এই সামান্য উপার্জন থেকেও অনেক ভালো লক্ষ্যে পৌঁছবে।