সাংবাদিক পিতা স্কুল শিক্ষকের শখের বাগান
এম এ মজিদ (সিরাজগঞ্জ): কিছু মানুষের প্রকৃতির প্রতি দুর্বলতা যেন ভিন্ন মাত্রায়। প্রকৃতির প্রেমে মিশে যাওয়া সেইসব মানুষগুলো তাদের নিজের শখ মিটা তে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে তা লালন পালন করেন। নিজের শ্রম, ঘাম ও কষ্টে সন্তানের মত করে গাছের যত্ন নিয়ে প্রকৃতিকে সাজিয়ে তোলা, এটি সত্যিই প্রকৃত একজন গাছ প্রেমী মানুষের বৈশিষ্ট্য। এমনই একজন গাছ প্রেমী ও সৌখিন মানুষ বগুড়ার ধুনট উপজেলার সাংবাদিক এস এম ফজলে রাব্বি শুভর পিতা, ধুনট পাইলট বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহরাব আলী মাষ্টার। গ্রামের বাড়ি গড়ে তুলেছেন বিশাল বাগান। আজ শুক্রবার সরেজমিনে তার বাগানে যেতেই সবুজের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। এ যেন এক অন্যরকম অনুভূতি যা চোখে না দেখলে বিশ্বাস হবার নয়। বাগানে লাগানো হয়েছে আম, লেবু, পেঁপে ও সবজির রাজ্য গড়ে তোলা হয়েছে। মৌসুমি সব ফল ও সবজিতে শোভিত হয়ে আছে গোটা-বাগান।বাগানে ঝুলছে বিভিন্ন প্রকারের মৌসুমী ফল। ফলের পাশাপাশি আছে সবজির সমাহার। বৃক্ষপ্রেমী স্কুল শিক্ষক সোহরাব আলীর তার নিজ বাড়ীর আঙিনায় এই বাগানটি গড়ে তুলেছেন একান্তই ব্যক্তিগত উদ্যোগে। নেই বাণিজ্যিক চিন্তাধারা।বলতে গেলে বাগানটি তাঁর পরিবারের মতোই। নিজ পরিবারের সদস্যদের মতই করেন বাগানের যত্ন, পরিচর্যা আর রক্ষণাবেক্ষণ। নানা ব্যস্ততা শেষে যে সময়টুকু পান তখন তার আপন হয়ে ওঠে এই ভালোবাসার বাগান।