বগুড়ার শেরপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা
আব্দুল কাদের মজনু ষ্টাফ রিপোর্টার বগুড়া শেরপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে লিটন সরকার (৪০) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে বনমরিচা হলদিপাড়া এলাকা থেকে শেরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লিটন সরকার বনমরিচা এলাকার রেজাউল সরকারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে লিটন সরকারের মেয়ে জামাইয়ের ডিভোর্স হলে মেয়ে বাড়িতে চলে আসে। মঙ্গলবার রাত ৯ টার দিকে মেয়ে ও স্ত্রীর সঙ্গে এ নিয়ে লিটনের কথা কাটাকাটি হয়। পরে লিটন অভিমান করে নিজের মাফলার দিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্ত্রী শিমু খাতুন তার কোন সাড়া না পেয়ে রাত দুইটার দিকে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখতে পায়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানোর প্রস্তুতি চলছে।