কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আব্দুল মজিদ (কাজিপুর থেকে ) সিরাজগঞ্জের কাজিপুরে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদে মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে মাঠের একপ্রান্তে একটি স্টেজ তৈরি করা হয়। স্টেজ ও মাঠের এই সজ্জা সুধীবৃন্দের দৃষ্টি কেড়ে নেয় । এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ- কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার । প্রাঙ্গনে বিশেষ অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী উপস্থিত হলে পায়রা ও বেলুন উড়ানো, স্কাউটদের কুচকাওয়াজ প্রদর্শন এবং সর্বশেষে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে তাঁকে সম্মান ও স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি ও কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব এর স়ভাপতিত্বে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য যে বক্তব্যে রেখেছেন তা অবশ্যই শিক্ষার্থীদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ, আগ্রহ ও অনুপ্রেরণা জুগিয়েছে।
সকাল ১১টায় মূল অনুষ্ঠান শুরু হয়। এবারের প্রতিযোগিতা বিষয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছিল। শিক্ষার্থীদের জন্য ৪০০মিটার থেকে শুরু ৮০০মিটার পর্যন্ত কয়েকটি দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গ্লোব নিক্ষেপ, মশাল প্রজ্জলন, মহিলাদের চেয়ার খেলা সহ আরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয। স্বাগতিক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল বাকী, সহকারি শিক্ষক আব্দুল মতিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, বিদ্যালয় পরিচালনা কমিটির আজীবন দাতা সদস্য খালেদ মোশারফ তালুকদার রুবেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক (শরীর চর্চা) শাহিন হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টি এম শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এস এম শাহ্ আলম কাজল, মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ সহ এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গ।পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ, এবারের ক্রীড়া অনুষ্ঠানটি বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে এবং সহশিক্ষা কার্যক্রমের চর্চায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে।