স্কুল ছাএী কে ডেকে নিয়ে ধর্ষন প্রেমিকের বিরুদ্ধে মামলা
মোঃ বাচ্চু মিয়া নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানিগঞ্জে স্কুল ছাএী কে ধর্ষনের অভিযোগে গোলাম সরোয়ার (২২) নামের এক তরুণ এর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার (২১) জানুয়ারী রাতে কিশোরীর মা বাদী হয়ে কোম্পানি গঞ্জ থানায় মামলা টি করেন। অভিযুক্ত সরোয়ার রামপুর ইউনিয়নের ৬ নং ওয়াডের নুর আলমের নতুন বাড়ির আবু সুফিয়ানের ছেলে। মামলা সৃএে জানা গেছে, সপ্তম শ্রেণীর ওই ছাএী কে প্রয় সময় গোলাম সরোয়ার উত্তক্ত্য করতেন। এ বিষয় এ তার অভিভাবকদের বলেও কোন প্রতিকার হয়নি। এক সময়ে প্রেমের প্রস্তাবে রাজি হয় স্কুল ছাএী। ৪ জানুয়ারী রাতে মেয়ে টি এশার নামাজের অজু করতে বের হলে সরোয়ার কথা আছে বলে পুকুর পাড়ে নিয়ে বিয়ের প্রলভোনে ধর্ষন করেন। ঘটনা টি পরিবারে জানাজানি হলে বিয়ের প্রস্তাব নিয়ে সরোয়ারের পরিবারে কাছে গেলে তারা সময়ক্ষেপনসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। কোম্পানি গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ সাজ্জাদ রোমন মামলার বিষয় টি নিশ্চিত করেন। মামলার পর ২২ জানুয়ারী নোয়াখালী জেনারেল হাসপাতালে ডাক্তরি পরিক্ষা সম্পন্ন হয়েছে। আসামি কে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।