728 x 90
728 x 90
728 x 90
Advertisement
create a new WordPress Website

সিরাজগঞ্জে হারিয়ে যাচ্ছে বিল, দেশী জাতের মাছও নেই 

সিরাজগঞ্জে হারিয়ে যাচ্ছে বিল, দেশী জাতের মাছও নেই 

সিরাজগঞ্জে হারিয়ে যাচ্ছে বিল, দেশী জাতের মাছও নেই 

আব্দুল মজিদ (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জে হারিয়ে যাচ্ছে বিভিন্ন বিল। এক সময় এসব বিলে প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ পাওয়া যেত। এখন আর সেই বিলও নেই, মাছও নেই। চারিদিকে বাঁধ ও বিল গুলো ভরাট ও সংকচিত হয়ে গেছে।

 

সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ৮৫টি বিল রয়েছে। প্রবীণরা জানান, চলনবিল, কাদাই বিল, কালিয়া হরিপুর বিল, জামতৈলের চত্রা বিল, ধলেশ্বর বিল, কৈজুড়ী বিল, সুবর্ণসাড়া বিল, বানিয়াগাঁতী বিল, রসুলপুর পাগলা-ছাগলার বিল, ধলেম্বর জবখালি বিল, কর্নসূতির বৈঠাখালীর বিল, সগুনার বিল , কাজিপুরের বেরা ডাঙ্গা সহ জেলায় ছোট-বড় মিলে শতাধিক বিল ছিল।

 

কালিয়া গ্রামের আবু সাইদ (৭৫) জানান, আগের দিনে বিল-নদী-খালে আশ্বিন-কার্তিক মাসে যে পরিমাণ মাছ পাওয়া যেত তা এখনকার মানুষ শুনলে বিশ্বাস করেন না। বেলুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৭২) জানান, আষাঢ় মাসে খালবিলে পানিতে ভরে যেত। আর সেখান থেকে বড় বড় বোয়াল আমন ধান খেতের মধ্যেই চলে আসত। মেঘাই গ্ৰামের ইদ্রিস আলী (৭২) জানান, ৮০-৯০ দশকের মাঝামাঝি সময়ে খালে, বিলে, পুকুরে ও নদীতে যে পরিমাণে মাছ পাওয়া গেছে, এখন মানুষ শুনলে বিশ্বাস করতে চায় না।

 

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান জানান, ২০২২-২৩ সালে বিল/জলাশয় খননের কোনো প্রকল্প চালু নেই। তবে বর্তমানে বিলগুলোতে নার্সারি কার্যক্রম, মৎস্য অভয়াশ্রম স্থাপন, মৎস্য পোনা অবমুক্তকরণ কার্যক্রম চালু আছে।

এই নিউজটি শেয়ার করুন। 

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

ক্যালেন্ডার

December 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

এই নিউজটি শেয়ার করুন।