728 x 90
728 x 90
728 x 90
Advertisement
create a new WordPress Website

মহাস্থানগড়ে মানুষের ঢল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও মহাস্থান জাদূঘরে বিভিন্ন শ্রেনীর মানূষের ভীর

মহাস্থানগড়ে মানুষের ঢল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও মহাস্থান জাদূঘরে বিভিন্ন শ্রেনীর মানূষের ভীর
মহাস্থানগড়ে মানুষের ঢল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও মহাস্থান জাদূঘরে বিভিন্ন শ্রেনীর মানূষের ভীর।জান্নাতুন নাঈম, মহাস্থান শিবগঞ্জ প্রতিনিধি

মহাস্থানগড়ে মানুষের ঢল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও মহাস্থান জাদূঘরে বিভিন্ন শ্রেনীর মানূষের ভীর

করোনা সংক্রমন রোধে সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও বগুড়ার মহাস্থান গড়ে মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১৪ মে) ঈদের দিন মহাস্থানগড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরকারি আদেশে মহাস্থানগড় জাদুঘর বন্ধ থাকায় লোকজন ভিতরে প্রবেশ করতে পারছেন না। তারপরেও শাহ সুলতান(রঃ) বলখী এর মাজার, জিয়োৎ কুপ ছাড়াও বিভিন্ন দর্শনার্থী স্থান গুলোতে লোকজন প্রবেশ করছে বিকল্প পথ দিয়ে।

জুম্মার নামজের পর থেকে লোকজনের ভিড় বাড়তে দেখা গেছে।

বগুড়া শহর ছাড়াও আশেপাশের এলাকা থেকে লোকজন আসতে দেখা গেছে। পরিবহন বন্ধ থাকায় লোকজন ব্যাটারি চালিত ভ্যান রিকশা,মোটরসাইকেল ও ভটভটি যোগে মহাস্থানে ভীড় যমাচ্ছে।

স্থানীয়রা জানান বিকাল হওয়ার সাথে সাথে ভিড় আরো বাড়তে পারে।

প্রতি বছরই ঈদের দিন মহাস্থান গড়ে অসংখ্য মানুষ ভিড় করায় সেখানে বখাটে ও টাউট বাটপারদের তৎপরতাও থাকে। ফলে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে।

মহাস্থান গড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প ব্যবস্থা আছে । দুই মাস আগে ক্যাম্পের সকল পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্যাম্পের পুলিশ প্রত্যাহার করা হয়।তবে অল্প দিনের মধ্যেই পুলিশ সদস্যরা ক্যাম্পে ফিরবেন।

এই নিউজটি শেয়ার করুন। 

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

ক্যালেন্ডার

March 2024
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

এই নিউজটি শেয়ার করুন।