বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন শাহাদারা মান্নান এমপি
নিজস্ব প্রতিবেদকঃ
দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে দেশ ও দেশের মানুষের জন্য সর্বদা কাজ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। অথচ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই উঠেপড়ে লেগেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শাহিদুল ইসলাম এর সঞ্চালনায়, সারিয়াকান্দি পৌর আওয়ামীলীগের সভাপতি কুরবান আলী ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি।
১১ই ফেব্রুয়ারি বিকেল ৪ টায় সারিয়াকান্দি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এই শাস্তি সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ ফরাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সারিয়াকান্দি পৌর এলাকায় শত শত নারী-পুরুষ দল মত নির্বিশেষে সমাবেশে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাইদি চাঁদে দেখার গুজবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের শিকার হয়েছিল আমার পরিবার সহ বগুড়ার অনেক নেতা-কর্মীর পরিবার। বগুড়া জেলার অনেক পরিবার ক্ষতিগ্রস্তসহ প্রাণহানি ঘটে। নৈরাজ্য ও সহিংসতা আমরা বরদাস্ত করবো না। এ সময় তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।