বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধনুট উপজেলা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শাহজাহান আলী,স্টাফ রিপোর্টার, বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুন্যামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
২০ সেপ্টেম্বর( মঙ্গলবার) বিকালে বগুড়ার সেন্টাল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দুই গ্রুপে ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুন্যামেন্টে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সারিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে গাবতলী উপজেলার উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সারিয়াকান্দি উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। অপর দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপে সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ধনুট উপজেলার চিকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধনুট উপজেলা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ৯টি গোলদিয়ে সর্বোচচ গোলদাতা হয়েছে বগুড়া সদরের ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহিত চন্দ্র। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ক্রীড়া সংস্হার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হযরত আলী প্রমূখ।