শাহজাহান আলী, স্টাফ রিপোর্টার: আদালতের নির্দেশনায় বগুড়া শাজাহানপুর তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। ১৭ নভেম্বর (বৃহস্পতিবার ) দুপুরে উচ্চ আদালতের এক নির্দেশে বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এক অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে চালানো তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ প্রতিটি ১০ হাজার
শাহজাহান আলী, স্টাফ রিপোর্টার: আদালতের নির্দেশনায় বগুড়া শাজাহানপুর তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। ১৭ নভেম্বর (বৃহস্পতিবার ) দুপুরে উচ্চ আদালতের এক নির্দেশে বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এক অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে চালানো তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ প্রতিটি ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গুঁড়িয়ে দেওয়া ও জরিমানা প্রদানকৃত ইটভাটা তিনটি হলো-মীর ব্রিকস,বগুড়া ব্রিকস এবং বদর ব্রিকস। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। অভিযান পরিচালনার সময় উপস্থিতি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, তামিম হাসান,মুত্তাকিম মামুন মুন,পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী দুপুরের পর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের সময় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে চালানো তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে প্রতিটি ভাটার ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।