728 x 90
728 x 90
728 x 90
Advertisement
create a new WordPress Website

কাজিপুরে ৩২ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন অকুতভয় নার্গিস

কাজিপুরে ৩২ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন অকুতভয় নার্গিস

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩২ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন অকুতভয় নার্গিস

এম এ মজিদ (সিরাজগঞ্জ)

সংগ্রামী জীবনযাত্রার এক অনন্য উদাহরণ খবরের কাগজ ফেরিওয়ালা পঞ্চাশোর্ধ্ব নার্গিস খাতুন। যিনি প্রায় ৩২ বছর ধরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে এ অঞ্চলের অলি-গলিতে খবরের কাগজ বিক্রি করেন। আত্মনির্ভরশীলতায় এই নারী হকার নিরবে হয়ে উঠেন নারী সমাজের বিপ্লবী প্রতীক। পুরুষতান্ত্রিক এই সমাজ যখন নারীদের কেবল ঘর বন্দী করে ঘর দেখভাল, সন্তান পালন করে জীবন অতিবাহিত যে মানসিকতা তৈরি করেছে ঠিক সেই সমাজে একজন নারীও যে আত্মনির্ভরশীল হতে পারে হাজারো প্রতিকূলতার মাঝে সেটা দেখিয়েছেন হার না মানা নার্গিস। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজিপুর পাঁচগাছি গ্রামের আব্বাস আলীর মেয়ে নার্গিস। কিশোরী বয়সে বিয়ে হয় তার। স্বামীর ঘরে ছিল সতীন। তাই বেশি দিন টিকেনি সংসার। তালাকপ্রাপ্ত হয়ে শিশু সন্তান কোলে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসতে হয় তাকে। কিন্তু ভাইদের আপত্তি আর বিপত্তিতে বাবার বাড়িতেও ঠাঁই হয়নি। এসময় তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তখন কারো অনুগ্রহের অপেক্ষায় না থেকে বেছে নেন এই চ্যালেঞ্জিং পেশা। প্রতিদিন বিক্রি করেন ২০০ পত্রিকা। এতে লাভ হয় প্রায় আড়াইশ টাকা। সংবাদপত্র বিক্রির আয় দিয়ে গ্রামে ৫শতক জমি কিনে সেখানেই মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন নার্গিস। বিধবা মা, ছেলে, ছেলে বউ ও নাতনিকে নিয়ে নার্গিসের পরিবার। সংবাদপত্র বিক্রি করে কোনমতে চলে তার সংসার। নার্গিস খাতুন জানান, স্বামীর সাথে বিচ্ছেদের পর প্রথমে অন্যের বাড়িতে কাজ করে এবং কাঁথা সেলাই করে জীবিকা নির্বাহের চেষ্টা করেছেন। কিন্তু মজুরী বৈষম্যের কারণে ওই কাজ ছেড়ে স্বাধীন পেশা হিসেবে সংবাদপত্র বিক্রির কাজ শুরু করেন। যদিও ইন্টারনেটের অগ্রগতিতে এখন ছাপা সংবাদপত্রের বিক্রি অনেক কমেছে। তারপরও এই সংগ্রামী ‘নারী হকার’ তার জীবনের বাকি সময়টুকু এ পেশাতেই কাটিয়ে দিতে চান। ধুনট প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল হক মিন্টু বলেন, ‘তার ভাল আচরণ, সুন্দর করে কথা বলা এবং নিয়মানুবর্তিতার কারণে গ্রাহকরা তার কাছ থেকে খবরের কাগজ কেনা পছন্দ করেন। তবে শুরুর দিকে এ পেশায় তাকে নানা অপবাদ সইতে হয়েছে। তবুও তিনি অবিচল থেকেছেন। আজো তিনি ক্লান্তিহীন। প্রতিদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে আবারো প্রস্তুতি নেন নতুন দিনের খবরের কাগজ পাঠকের হাতে তুলে দিতে। কাজিপুরের সিনিয়র সাংবাদিক এম এ মজিদ বলেন, সুনামের সঙ্গে দুই যুগেরও বেশি সময় ধরে এই সংগ্ৰামী নারী নাগিস খাতুন জাতীয় ও স্থানীয় খবরের কাগজ বিক্রি করে আসছে।

এই নিউজটি শেয়ার করুন। 

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

ক্যালেন্ডার

December 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

এই নিউজটি শেয়ার করুন।