728 x 90
728 x 90
728 x 90
Advertisement
create a new WordPress Website

অনুমতি ছাড়াই মাটি কেটে ফসলী জমির ক্ষয়ক্ষতি

অনুমতি ছাড়াই মাটি কেটে ফসলী জমির ক্ষয়ক্ষতি

অনুমতি ছাড়াই মাটি কেটে ফসলী জমির ক্ষয়ক্ষতি

বগুড়া গাবতলীতে প্রসাসনের অনুমতি ছাড়াই মাটি কেটে ফসলী জমির ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে।

 

জানা যায়, উপজেলার কাগইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে আমলিচুকাই মৌজা (ঈদগাহ মাঠ থেকে ১০০ গজ উত্তরে) রাতের আঁধারে ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছেন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমিতে গভীর খনন করে মাটি বিক্রি করছেন আশরাফ নামের এক ব্যক্তি।

তিনি কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি। আনুমানিক ৩বিঘা জমিতে ১টি প্যাকো মেশিন ও ৪টি ট্রাক চলছে সন্ধা থেকে সকাল পর্যন্ত।

 

স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, আগে এটা সরকারি জায়গা হিসেবে আমরা জানতাম। জমিটা নাকি লিজ নেওয়া, তবে এখানে মালিকানা জমিও আছে। মাটি কাটার ফলে ফসল উৎপাদন হয়না। পাশের জমি ভেঙে যায়, ট্রাক চলার ফলে রাস্তা নষ্ট হয়, সবসময় ধুলা-বালি উড়তে থাকে।

বিষয়টি জানতে অভিযুক্তকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি আমার জানা নাই। সত্যতা যাচাই করে ব্যাবস্থা নিব।

এই নিউজটি শেয়ার করুন। 

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

ক্যালেন্ডার

September 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

এই নিউজটি শেয়ার করুন।