প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ
বগুড়া সদরের লাহিড়ীপাড়া “দোবারিয়া গ্রামে বিল দখলকে কেন্দ্র করে গ্রামের সহজ সরল মানুষদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ” শিরোনামে গত ৫ই আগস্ট শুক্রবার মিডিয়ায় কিছু গনমাধ্যম কর্মীগন বৈধ কাগজ পত্র না দেখেই ভুমি দস্যুদের পক্ষে মনগড়া খবর প্রচার করলে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়।
আমাদের সর্বশেষ হালসন এর খাজনা পরিশোধ সহ সমস্ত কাগজপত্র হালনাগাদ থাকা সত্ত্বেও আমাদেরকে কোন কিছু জিজ্ঞাসাবাদ না করেই একতরফা, মনগড়া, ভিত্তিহীন, বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। যেখানে সাংবাদিকতার ন্যূনতম নীতি অনুসরণ করা হয় নাই। এগুলো হলুদ সাংবাদিকতার ও প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোছাঃ সাদিকা নাছিম বানু