দালালের খপ্পরে ভাসান চর থেকে পালানো রোহিঙ্গা নারীর মৃত্যু
মোঃ বাচ্চু মিয়া নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণ চরে সেতারা বেগম ( ৩০) নামের এক রোহিঙ্গা নারীর মরা দেহ উদ্ধার করেন পুলিশ। রোববার ( ১৯) ডিসেম্বর মোহাম্মদ পুর ইউনিয়ন থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। পুলিশ সৃএে জানা যায়, ওই রোহিঙ্গা নারী কিছু দিন ধরে অসুস্থ্য। এরেই মধ্যে দালাল চক্রের খপ্পরে পরে হাতিয়ার ভাসান চর থেকে পালিয়ে আসেন। সুবর্ণ চর এসে দালাল তাদের ফেলে পালিয়ে যায়। এ সময় শীতে অসুস্থ হয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।
সেতারা বেগম ভাসান চরের ২০ নম্বর ক্লাস্টারের ১৩ নম্বর কক্ষের বাসিন্দা ছিলেন। তিনি বিধবা। এ ঘটনায় সেতারা বেগমের মা নুর বাহার( ৫০) কে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর হক তরিক খন্দকার রাতে বাংলার বিজয় কে বিষয় টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং তার মা কে হেফাজতে নেয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরে নোয়াখালী পৌরসভার মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া নিহতের মা নুর বাহার কে ভাসান চরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সেতারার মা নুর বাহার জানান, তার মেয়ে বেশ কয়েক দিন ভাসান চরে সরকারি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তিনি শারীরিক ভাবে খুবই অসুস্থ ছিলেন। দালালরা তাদের মোহাম্মদ পুর ইউনিয়নে ফেলে রেখে চলে যায়। এ সময় ঠান্ডায় শারীরিক ভাবে চরম অসুস্থ হয়ে তার মেয়ে মারা যান।