৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
জাহিদুল ইসলাম ষ্টাফ রিপোর্টার ঢাকা অফিস: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটি আরসিএ) প্রকাশিত এনটি আরসিএ সদস্য শিক্ষাতত্ব ও শিক্ষামান এবিএম শওকত ইকবাল শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় স্কুল কলেজে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।এর আগে দেশের বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে এত বেশি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।