হয়রানী মুক্ত ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদে নির্বাচন করছি-জিয়াউর
নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী জিয়াউর রহমান জিয়া বলেছেন, হয়রানী মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করছি। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে সাধারন বিষয়গুলো নিয়ে চোখের সামনে দেখছি ইউনিয়নবাসী বিভিন্ন হয়রানীর শিকার হচ্ছে। তা থেকে ইউনিয়ন বাসীকে পরিত্রাণ দিতে চাই। নির্বাচনী প্রচারনা কালে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাধারন জনগন ইউনিয়ন পরিষদ থেকে গাড়িবাড়ি চায় না, তাদের চাহিদা সামান্য, টুকিটাকি আবদার। ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রার হিসাব তারা রাখেনা, তারা চায় জন্মনিবন্ধন সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট এবং ছোট খাটো আবদার পূরণ। কিন্তু এসব সামান্য বিষয়ে ইউনিয়ন পরিষদে ইউনিয়নবাসীর যে হয়রানী শিকার হয় বিষয়গুলো আমার চোখে দৃষ্টি কটু লেগেছে, এই বিষয়গুলো থেকে ইউনিয়নবাসীকে পরিত্রাণ দিতেই চেয়ারম্যান নির্বাচন করা। আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বড়লোক হওয়া লাগবে না, আমি এমনিতেই ধনি ও বিশিষ্ট ব্যাবসায়ী। আমার ক্ষমতা কিংবা চেয়ারের প্রয়োজন থাকলে আমি রাজনীতি করতাম। আমার এগুলোর কোন লোভ নেই। আমি ইউনিয়নবাসীর সাধারন চাহিদা গুলো পূরণ করতে চাই এবং ইউনিয়ন পরিষদের হয়রানী থেকে জন-সাধারন কে পরিত্রাণ দিতে চাই। বিশেষ করে ইউনিয়ন কে উন্নয়নের সর্বোচ্চ চুড়াই নিতে চাই। এসব কারনেই আমি ১নং বুড়ইল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছি।