মানবতার ফেরিওয়ালা কাহালুর আয়েশা সিদ্দিকা
তহমিদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর থেকে প্রায় ২১ কি.মি. দূরে কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের মেধাবী শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা।আয়েশা আজিজুল হক মেমোরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। শুধু মেধাবী শিক্ষার্থীই নন একাধারে বিতার্কিক ,কেরাম খেলোয়াড় এবং সেচ্ছাসেবী। বিভিন্ন পর্যায়ে অর্জন করেছেন পুরষ্কার এবং সম্মাননা। সেচ্ছাসেবী অথবা সেচ্ছাসেবক এর অর্থটা আমাদের সবারই জানা। যার অর্থ সেচ্ছায় দেশ ও দশের সেবা করা। সকল প্রতিকূল অবস্থায় সক্রিয় থেকে বিপদে মানুষের সেবা করা।বর্তমান সমাজে যেখানে স্বার্থপর মানুষে ভরপুর এই পৃথিবী সেখানে উচ্চ মাধ্যমিক পরুয়া ১৭ বছর বয়সী কিশোরী সেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছে কাহালু ও বগুড়ার মানুষকে। মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন বেশ কিছু সংগঠনে এবং তাদের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ও পালন করছেন আয়েশা।তাদের মাঝে উল্লেখযোগ্য – সাধারণ সম্পাদক (স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ,কাহালু শাখা), ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও মডারেটর (কাহালুর উত্তরসূরী)। উক্ত সংগঠন গুলোরে সাথে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মানব সেবায়।জরুরী রক্ত,খাদ্য কিংবা ত্রান সামগ্রী বিতরণ থেকে শুরু করে এলাকার সংস্করণ কোনো দিক থেকেই পিছিয়ে নেই। সাংগঠনিক কাজ করতে গিয়ে বেশ কিছু প্রতিকুলতার সম্মুখীন হইতে হলেও দিন শেষে সকল সমালোচকদের ডিঙিয়ে মানব সেবায় অনন্য দৃষ্টি স্থাপন করেছে আয়েশা।