প্রিয় ধর্মপ্রান মুসলমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হল নামায। আর এই নামায মসজিদে আদায় করা রাসূল সঃ এর সুন্নত। সে জন্যই যুগে যুগে ধর্মপ্রাণ মুসলমানদের মাধ্যমে অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে, আজও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। বরিশাল
প্রিয় ধর্মপ্রান মুসলমানগণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হল নামায। আর এই নামায মসজিদে আদায় করা রাসূল সঃ এর সুন্নত। সে জন্যই যুগে যুগে ধর্মপ্রাণ মুসলমানদের মাধ্যমে অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে, আজও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ।
বরিশাল এর গৌরনদী উপজেলার অন্যতম সোমাদ্দারপাড় গ্ৰামের__ “ধুরিয়াইল সোমাদ্দারপাড় আল-মোবারক জামে মসজিদ”
মসজিদের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় জনসংখ্যা বৃদ্ধি ও রাস্তা সংলগ্ন হওয়াতে অনেক মুসল্লি এখানে প্রতিদিন নামাজ আদায় করতে আসেন। কিন্তু মুসল্লিদের তুলনায় মসজিদটির প্রশস্ত খুবই কম হওয়ায় জামায়াতের সহিত সকলে নামাজ আদায় করতে কষ্ট হয়। সে দিক বিবেচনা করে মসজিদ কমিটি ও এলাকার সর্বস্তরের মুসল্লীদের উদ্যোগে পুরনো মসজিদ ভেঙ্গে নতুন করে ভবন নির্মাণ কাজ প্রকল্প হাতে নেন। মসজিদটি কোন সরকারী অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয় সাধারন মুসল্লি এবং এলাকার কিছু সংখ্যক ব্যাক্তিবর্গের অনুদানে মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
মুসল্লিদের উদ্যোগে এবং আপনাদের সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ চলছে, বাকি আছে এখনো অনেক কাজ।দৈনন্দিন মিস্ত্রি খরচ এবং প্রয়োজনীয় মালামাল কিনতে আমাদের নগদ টাকার প্রয়োজন।
পূর্বে যারা বিভিন্ন সময়ে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের এই নির্মাণ কাজ শেষ করার জিম্মা নিজ নিজ দ্বায়িত্বে নিয়ে আর্থিক সহযোগীতা অব্যহত রাখতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
রাসূল সঃ বলেছেন, ’’যে ব্যক্তি পাখির বাসার মত অথবা তার চেয়ে ছোট আকারের একটি মসজিদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নির্মাণ করে দেবে আল্লাহ তার জন্য বেহেস্তে একটি গৃহ নির্মাণ করে দেবেন” তাছাড়া সদকায়ে জারিয়া হিসেবে মসজিদ যতদিন থাকবে ততদিন আপনার পূন্যের পাল্লাও ভারি হতে থাকবে। কিন্তু পূর্ণাঙ্গ সামর্থ না থাকার কারনেই আজ আপনাদের কাছে আকুল আবেদন। আপনার সামর্থ অনুযায়ী আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করুন। হোকনা যত সামান্য তাতে কি সবাই মিলে চেষ্টা করলে আল্লাহপাকের একটি ঘর মসজিদ নির্মাণ করা কঠিন কিছু হবে না। আর আপনি কোন কারনে না পারলেও আপনার পরিচিত জনদের বলুন, হয়তো বা তারা এগিয়ে আসবে।
আপনার পরিচিত যদি কেউ আল্লাহর ঘর মসজিদে দান করতে ইচ্ছুক অথবা এমন কোন সংস্থা যারা মসজিদের জন্য অনুদান দিয়ে থাকে আপনি এই আবেদনটা তাদের কাছে পৌঁছে দিবেন। হতে পারে আপনার পৌঁছানো খবরের মাধ্যমেই আল্লাহর একটি ঘর মসজিদ নির্মিত হবে আর আপনিও হয়ে যাবেন বিরাট সওয়াবের ভাগীদার । জীবনে কত টাকা পয়সাই তো আমরা রোজগার করলাম আর খরচ করলাম কিন্তু পরকালে আমাদের এই অর্থসম্মদ কতটুকু কাজে আসবে একটু ভেবে দেখুন । ধর্মপ্রাণ মুসলামান ও দানশীল ব্যক্তিবর্গের নিকট মসজিদ নির্মাণ কাজে রড/সিমেন্ট/বালু/ইট/নগদ অর্থ যে যা পারেন মুক্ত হস্তে দান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
অনুদানের জন্য যোগাযোগ করুনঃ
বিকাশ/ নগদ (ব্যক্তিগত)- 01715458862
ব্যাংক:
Mohammad Mazarul Islam
National Bank Limited
A/C no. 1125005127503,
Savings Account,
TORKI BANDAR BRANCH. Barishal, Bangladesh.
Mobile No- 01715458862
(কেউ চাইলে নির্মাণ সামগ্রী ও দান করতে পারেন) ।
পশ্চিম সোমাদ্দারপাড় আল-মোবারক জামে মসজিদ, গৌরনদী, বরিশাল।
©আহাদ তালুকদার
চেংঙ্গুটিয়া, আগৈলঝাড়া বরিশাল
মোবাঃ 01788593233