গৌরনদী প্রতিনিধি, বরিশাল।। বরিশালের গৌরনদীর ধানডোবায় দিন দুপুরে একটি ব্যাটারী চালিত ইজি বাইক চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৬ই মে-২০২৩) দুপুর ২.৫০ ঘটিকার দিকে ভুক্তভোগীর বাড়ি সংলগ্ন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় এর সামনে। গতকাল থেকে অনেক খোজাখুজির পরেও উক্ত ইজিবাইকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইজিবাইকটি ছিল লাল রং এর, ইজিবাইকটিতে সাব্বির অটো হাউসিং সেন্টার
গৌরনদী প্রতিনিধি, বরিশাল।। বরিশালের গৌরনদীর ধানডোবায় দিন দুপুরে একটি ব্যাটারী চালিত ইজি বাইক চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৬ই মে-২০২৩) দুপুর ২.৫০ ঘটিকার দিকে ভুক্তভোগীর বাড়ি সংলগ্ন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় এর সামনে।
গতকাল থেকে অনেক খোজাখুজির পরেও উক্ত ইজিবাইকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইজিবাইকটি ছিল লাল রং এর, ইজিবাইকটিতে সাব্বির অটো হাউসিং সেন্টার এর স্টিকার লাগানো এবং কেবিন এর নিচে নিরাপদ মটরস লেখা ছিল ।
ভুক্তভোগী মোঃ শামীম হওলাদার (চকিদার) বলেন, অনেকদিন যাবত এই ইজিবাইকটি আমার নিয়ন্ত্রণে রেখে দৈনিক ভাড়ায় চালনা করে আসছি। প্রতিদিনের মতো ইজিবাইকটি আমার বাড়ি সংলগ্ন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় সম্মূখে বন্ধ করে রাখি। গতকাল মঙ্গলবার আনুমানিক বেলা ০২: ৫০ ঘটিকায় ইজিবাইকটি বাড়ির সামনে থেকে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। অনেক খোজাখুজির পর অদ্যাবধি রিক্সাটির কোন সন্ধান পাইনি।
তবে আমাদের সন্ধান অব্যাহত রয়েছে। যদি কারও দৃষ্টিগোচর হয় তাহলে আমাদের সাথে (০১৭৫৮২৮৭১৬১) যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
ভুক্তভোগীর ঠিকানাঃ
মোঃ শামীম হাওলাদার
পিতাঃ আঃ রাজ্জাক হাওলাদার
চাচাঃ মোঃ রমজান হাওলাদার
বাড়িঃ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চকিদার বাড়ি।
ধানডোবা, গৌরনদী, বরিশাল।
মোবাইলঃ ০১৭৫৮২৮৭১৬১