আলুর বাজারে অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বগুড়ায় অতিরিক্ত মুনাফা লাভের আসায় বেশি মূল্যে বিক্রয়, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না থাকায় ৪ জন আলু ব্যবসায়ি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন কোল্ড স্টোরেজ এবং পাইকারি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশি মূল্যে বিক্রয়, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধে ৪ জন আলু ব্যবসায়িকে ৫,০০০/- করে সর্বমোট ২০,০০০/- জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পরবর্তিতে অতিরিক্ত মূল্য গ্রহণ না করা, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা এবং ক্রয় বিক্রয়ের সঠিক তথ্য সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।